সিরিয়ায় চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে নাগরিকদের সতর্ক করল ভারত
- By Jamini Roy --
- 07 December, 2024
ভারত সরকার সিরিয়ায় চলমান রাজনৈতিক সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের দেশটিতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, "পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত" সিরিয়ায় যাওয়া থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
পরবর্তী দিন, শনিবার (৭ ডিসেম্বর), ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, সিরিয়ায় বর্তমানে থাকা ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় যোগাযোগ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে একটি জরুরি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি শেয়ার করা হয়েছে।
- হেল্পলাইন নম্বর: +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩ (হোয়াটসঅ্যাপেও সক্রিয়)।
- ইমেল আইডি: hoc.damascus@mea.gov.in
নির্দেশনায় বলা হয়েছে, সিরিয়ায় থাকা ভারতীয় নাগরিকরা যেন নিয়মিত দামেস্কে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এছাড়া যারা সম্ভব, তাদের দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। যাদের পক্ষে তা সম্ভব নয়, তাদের চলাচল সীমিত রাখা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত।
সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর তৎপরতা সম্প্রতি বেড়ে গেছে। গত কয়েক সপ্তাহে বিদ্রোহীরা দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। বিদ্রোহীদের ক্রমবর্ধমান অভিযান আসাদ সরকারের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সিরিয়ার নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ভারত সরকার এ সতর্কতা জারি করেছে।
বিশ্লেষকদের মতে, সিরিয়ার অস্থিরতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সিরিয়া পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার আরও সতর্ক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।